29 July, 2021 (Thursday)
শিরোনাম

ঈদের দিনে কাদের মির্জা`র সুসংবাদ

প্রকাশিতঃ 22-07-2021নোয়াখালী প্রতিনিধি : বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাটবাসীকে সুসংবাদ শোনালেন। ঈদের দিনে তিনি এই সুসংবাদ দিলেন। 

বুধবার (২১ জুলাই) সন্ধ্যায় ঈদ শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ সুসংবাদ দেন। 
 
কাদের মির্জা বলেন, আমি কোম্পানীগঞ্জ ও কবিরহাটবাসীর জন্য একটা সুসংবাদ শুনাচ্ছি। এটা আমাদের নেতা সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব শুনিয়েছেন। সুসংবাদটি হলো আগামী কয়েকদিনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কোম্পানীগঞ্জ কবিরহাট এলাকায় গ্যাসসংযোগ দেওয়া হবে।

কাদের মির্জা আরও বলেন, কোম্পানীগঞ্জে অস্ত্রের মহড়া চলে। আর এ মহড়া চলতে দেওয়া যায় না। আজ কারা সুন্দর কোম্পানীগঞ্জকে অশান্ত করতে চাচ্ছে তাদেরকে খুঁজে বের করে বিতাড়িত করা হবে।

তিনি বলেন, একরাম (একরামুল করিম চৌধুরী এমপি) কোম্পানীগঞ্জে শান্তি চায় না। সে অশান্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আজ থেকে এ কোম্পানীগঞ্জে একরামকে অবাঞ্চিত ঘোষণা করলাম। তাকে কোম্পানীগঞ্জে যেখানেই পাবেন সেখানেই প্রতিরোধ করবেন। আর একরামকে কোম্পানীগঞ্জে ঠাঁই দেওয়া হবে না।
Social Media

মন্তব্য করুন:

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিতএই বিভাগের আরও খবর

আরও সংবাদ