25 September, 2021 (Saturday)
শিরোনাম

আ.লীগের নামে ৭৩ ভুয়া সংগঠন,ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

প্রকাশিতঃ 26-07-2021নিউজ ডেস্ক : এই সংগঠনের হওয়ার কারন কি আমরা  খুজেছি?

কঃ ছাত্রলীগের ১ বছরের কমিটি অনেক ইউনিট হয়নি ১১ বছরে 

খঃ যুবলীগের ৩ বছরের কমিটি হয়নি অনেক ইউনিট ১৩ বছরে। 

গঃ কৃষক লীগের  ৩ বছরের কমিটি হয়নি অনেক  ইউনিট ১৭ বছরে। 

ঘঃ স্বেচ্ছাসেবক লীগ একই অবস্থা 

ঙঃ মতস্যজীবি লীগ সেতো মাত্র শুরু।

চঃ আওয়ামী লীগ  কেন্দ্রীয় কমিটির কাউন্সিল অধিবেশনে ছারা কোন অধিবেশন কায্র্যকরী হয়না্।  শুধু তদবীর এর মাধ্যমে সভাপতি / সাধারণ সম্পাদক  ঘোষণা করে  তাও ১৭/১৮ বছর পর শুরু হলো গ্রুপ তৈরী, পদ বিক্রি  নানাবিধ প্রকৃরীয়া, তখন ত্যাগী নেতারা  অভিমানে দুরে সরে যায়্।

তখন সুবিধা বাদী গোষ্ঠী সুযোগ নিয়ে ভুঁইফোড় সংগঠন তৈরি করে। 

১. আওয়ামী প্রচার লীগ।

২. জননেত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় লীগ।

৩. জননেত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় সংসদ।

৪. আওয়ামী সমবায় লীগ।

৫. আওয়ামী তৃণমূল লীগ।

৬. আওয়ামী ছিন্নমূল হকার্স লীগ।

৭. আওয়ামী মোটরচালক লীগ।

৮. আওয়ামী তরুণ লীগ।

৯. আওয়ামী রিকশা মালিক-শ্রমিক ঐক্য লীগ।

১০. আওয়ামী যুব হকার্স লীগ।

১১. আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ।

১২. আওয়ামী পঙ্গু মুক্তিযোদ্ধা লীগ।

১৩. আওয়ামী পরিবহন শ্রমিক লীগ।

১৪. আওয়ামী নৌকার মাঝি শ্রমিক লীগ।

১৫. আওয়ামী ক্ষুদ্র মৎস্যজীবী লীগ।

১৬. আওয়ামী যুব সাংস্কৃতিক জোট।

১৭. বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা গবেষণা পরিষদ।

১৮. বঙ্গবন্ধু সৈনিক লীগ।

১৯. বঙ্গবন্ধু একাডেমি।

২০.বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদ।

২১. ওলামা লীগ।

২২. বঙ্গবন্ধু লেখক লীগ।

২৩. বঙ্গবন্ধু প্রজন্ম লীগ।

২৪. বঙ্গবন্ধু যুব পরিষদ।

২৫. বঙ্গবন্ধু ছাত্র পরিষদ।

২৬. বঙ্গবন্ধু স্মৃতি সংরক্ষণ পরিষদ।

২৭. বঙ্গবন্ধু বাস্তুহারা লীগ।

২৮. বঙ্গবন্ধু আওয়ামী হকার্স ফেডারেশন।

২৯. বঙ্গবন্ধুর চিন্তাধারা বাস্তবায়ন পরিষদ।

৩০. বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ।

৩১. বঙ্গবন্ধু গ্রাম ডাক্তার পরিষদ।

৩২. বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদ।

৩৩. বঙ্গবন্ধু লেখক লীগ।

৩৪. বঙ্গবন্ধু গবেষণা পরিষদ।

৩৫. বঙ্গবন্ধু আদর্শ পরিষদ।

৩৬. আমরা মুজিব সেনা।

৩৭. আমরা মুজিব হব।

৩৮. চেতনায় মুজিব।

৩৯. বঙ্গবন্ধুর সৈনিক লীগ।

৪০. মুক্তিযোদ্ধা তরুণ লীগ।

৪১. নৌকার সমর্থক গোষ্ঠী।

৪২. দেশীয় চিকিৎসক লীগ।

৪৩. ছিন্নমূল মৎস্যজীবী লীগ।

৪৪. ক্ষুদ্র ব্যবসায়ী লীগ।

৪৫. নৌকার নতুন প্রজন্ম।

৪৬. ডিজিটাল ছাত্রলীগ।

৪৭. ডিজিটাল আওয়ামী প্রজন্ম লীগ।

৪৮. ডিজিটাল আওয়ামী ওলামা লীগ।

৪৯. বাংলাদেশ আওয়ামী পর্যটন লীগ।

৫০. ঠিকানা বাংলাদেশ।

৫১. জনতার প্রত্যাশা।

৫২. রাসেল মেমোরিয়াল একাডেমি।

৫৩. জননেত্রী পরিষদ।

৫৪. দেশরত্ন পরিষদ।

৫৫. বঙ্গমাতা পরিষদ।

৫৬. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ।

৫৭. আমরা নৌকার প্রজন্ম।

৫৮. আওয়ামী শিশু যুবক সাংস্কৃতিক জোট।

৫৯. তৃণমূল লীগ।

৬০. একুশে আগস্ট ঘাতক নির্মূল কমিটি।

৬১. আওয়ামী প্রচার লীগ।

৬২. সজীব ওয়াজেদ জয় লীগ।

৬৩. বাংলাদেশ তথ্যপ্রযুক্তি লীগ।

৬৪. আওয়ামী শিশু লীগ।

৬৫. আওয়ামী তৃণমূল লীগ।

৬৬. আওয়ামী তরুণ প্রজন্ম লীগ।

৬৭. আওয়ামী চাকরিজীবী লীগ।

৬৮. বাংলাদেশ জনসেবা লীগ।

৬৯. আওয়ামী শিশু-কিশোর লীগ।

৭০. অভিভাবক লীগ।

৭১. উদ্যোক্তা লীগ।

৭২. আওয়ামী অনলাইন লীগ।

৭৩. বিশ্ব আওয়ামী অনলাইন লীগ।
Social Media

মন্তব্য করুন:

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিতএই বিভাগের আরও খবর

আরও সংবাদ