25 September, 2021 (Saturday)
শিরোনাম

নিলামে ডায়না-চার্লসের বিয়ের কেক

প্রকাশিতঃ 01-08-2021অনলাইন ডেস্ক : নিলামে উঠছে প্রিন্সেস ডায়না ও যুবরাজ চার্লসের বিয়ের “বাসি” কেক। লন্ডনের নিলাম সংস্থা ডমিনিক উইন্টারের হিসাবে জানা যায়, ৩০০ থেকে ৫০০ পাউন্ড দাম তো অন্তত হবেই।

যুবরাজ চার্লসের সঙ্গে প্রিন্সেস ডায়ানার বিয়ে সম্পন্ন হয় ৪০ বছর আগে ১৯৮১ সালের ২৯ জুলাই। আগামী ১১ আগস্ট নিলামে উঠছে সেদিন যে কেকটা কাটা হয়েছিল প্রাচীন সেই কেকের একটি টুকরো। কেকের টুকরোর পাশেএখনও লেবেল সাঁটা রয়েছে- ‘হ্যান্ডল উইথ কেয়ার, প্রিন্স চার্লস-প্রিন্সেস ডায়ানা’জ ওয়েডিং কেক’।

জানা গেছে, ব্রিটেনের রাজবাড়িতে মোট ২৩টি কেক কাটা হয়েছিল ১৯৮১ সালের ওই শুভ দিনে। সেন্টার টেবিলেই ছিল এই পাঁচ ফুট লম্বা ফ্রুটকেক। যে টুকরোটি নিলামে উঠছে, সেটি সেদিন তুলে দেওয়া হয়েছিল রানির কর্মচারী মোয়রা স্মিথকে। আরও অনেকে খেয়েছিলেন সেই কেক। মোয়রা শুধু ওই টুকরোটি অতি যত্নে নিজের কাছে রেখে দেন ২০০৮ সাল পর্যন্ত। পরে এক সংগ্রাহক স্লাইসটি তার থেকে চেয়ে রাখেন নিজের বাড়িতে। নিলামে তোলার জন্য ডমিনিক উইন্টার কর্তৃপক্ষের সঙ্গে ওই সংগ্রাহকই সম্প্রতি যোগাযোগ করেন বলে জানা গেছে।
Social Media

মন্তব্য করুন:

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিতএই বিভাগের আরও খবর

আরও সংবাদ