25 September, 2021 (Saturday)
শিরোনাম

বিশ্বকাপের পরই বাংলাদেশে আসছে পাকিস্তান দল

প্রকাশিতঃ 14-09-2021স্পোর্টস ডেস্ক : আর কিছুদিন পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতিমধ্যেই অংশগ্রহণকারী দেশগুলো বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি নিচ্ছে। বিশ্বকাপের আগে বাংলাদেশ দল সর্বশেষ কিউইদের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলেছিল। এবার, বিশ্বকাপের পর টাইগারদের সিরিজ পাকিস্তানের বিপক্ষে। দীর্ঘ ছয় বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছে পাকিস্তান দল। 

২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান। এরপর আর বাংলাদেশে আসা হয়নি তাদের। অন্যদিকে,২০২০ সালে পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। 

বিশ্বকাপের পর পাকিস্তান দল বাংলাদেশে এসে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে বলে নিশ্চিত করেছে বিসিবি। যদিও এখনও সিরিজের সময় সূচি চূড়ান্ত করা হয়নি। 

পাকিস্তান সিরিজেও দলটির জন্য কঠোর জৈব সুরক্ষা বলয় থাকবে বলে নিশ্চিত করেছে বিসিবি। তাছাড়া পাকিস্তান সিরিজের পর দক্ষিণ আফ্রিকার সাথেও একটি সিরিজ আয়োজনের ব্যাপারে কথা বার্তা চলছে বিসিবির।  
Social Media

মন্তব্য করুন:

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিতএই বিভাগের আরও খবর

আরও সংবাদ