30 November, 2021 (Tuesday)
শিরোনাম

সাপের মতো দেখতে প্রজাপতির এক কামুড়েই মৃত্যু

প্রকাশিতঃ 23-11-2021অনলাইন ডেস্ক : সাপের মতো দেখতে এই প্রজাপতির নাম হলো আটলাস৷

 

এই প্রজিপতির সামনের ডানার রংগুলো এমন থাকে দেখলে মনে হবে সাপ,এইপ্রজাপতির ডানা প্রায় ২৮সেন্টিমিটারের মতো লম্বা হয়,গ্রীক পুরানের এটলাসের নামঅনুসারে এই প্রজিপতির নাম করা হয়েছে আটলাস,এটা প্রশস্ত অবস্থায় মানুষের হাতের তালুর সমান দেখা যায়৷

এটি আসলে কোনো প্রজাপতি নই এটি একটি মথ এই মথের পাকার রং হয় লাল,দুই পাখায় সাদা ত্রিভুজের মতো নকশা আছে,সম্পূর্ণ শরীরের রং লাল ও ডোরাকাটা৷পাখা দেখলে মনে হয় দুইসাইটে দুইটি সাপ বসে রইছে৷

বিশ্বের সবচেয়ে বড় এই মথগুলো দেখতে পাওয়া যাই মালয় দ্বীপপুন্জে বাস করে৷মিয়ানমারে জংগল এলাকায় এরা বাস করে,দিনের বেলায় এরা শক্তির জন্য বিশ্রাম নেই এবং রাতের বেলায় সঙ্গির খুজে বের হয়৷

এই প্রজাপতি খুবই বিষাক্ত এর একটি কামুড়ে খুব অল্প সময়ের মধ্যোই মৃৃত্যু ঘটাতে পারে,বিশ্বের বিভিন্ন দেশে প্রজাপতিকে মানুষ খাবার হিসেবে গ্রহণ করলেই এই বিষাক্ত প্রজাপতি থেকে সাবধানে থাকে৷

এই মথ বাংলালাদেশে সর্বপ্রথম রাঙ্গামাটিতে দেখা যায়,এই মথটি দেখা যায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটির উপকেন্দ্রের এক কর্মকর্তার দরজার উপর এটি প্রায় ২৪সেন্টিমিটার  ছিলো৷
Social Media

মন্তব্য করুন:

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিতএই বিভাগের আরও খবর

আরও সংবাদ