30 November, 2021 (Tuesday)
শিরোনাম

মেসি, রামোস, নেইমারকে নিয়ে সিটির বিপক্ষে মাঠে নামছে পিএসজি

প্রকাশিতঃ 24-11-2021স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ফরাসি জায়ান্ট পিএসজি ও ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ২টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচের জন্য এই মৌসুমে নিজেদের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করাছে পিএসজি।

আগে কখনো পিএসজির স্কোয়াডে সার্জিও রামোসের নাম নাথাকলেও সিটির বিপক্ষে স্কোয়াডে রয়েছেন তিনি। বিশ্বের ফুটবল অনুরাগীদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। ইতিহাসে প্রথমবারের মতো একই দলের হয়ে মাঠে নামতে যাচ্ছেন এক সময়কার ‘চিরশত্রু’ লিওনেল মেসি ও রামোস।  এই দুই তারকার পাশাপাশি নেইমার, এমবাপ্পেও রয়েছেন স্কোয়াডে।

এই ম্যাচের আগে গ্রুপে ৪ ম্যাচ শেষে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ম্যানসিটি। ৪ ম্যাচে ৯ পয়েন্ট তাদের। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তার পরই আছে পিএসজি। তাই দুই দলের পরের ম্যাচটির গ্রুপ সেরা নির্ধারণ করে দিতে পারে।
Social Media

মন্তব্য করুন:

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিতএই বিভাগের আরও খবর

আরও সংবাদ