30 November, 2021 (Tuesday)
শিরোনাম

ইংলিশ চ্যানেলে অভিবাসীবাহী নৌকাডুবি, ৩১ জনের মৃত্যু

প্রকাশিতঃ 25-11-2021


ইংলিশ চ্যানেলে অভিবাসীবাহী নৌকাডুবি, ৩১ জনের মৃত্যু


অনলাইন ডেস্ক : ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডে যাওয়ার পথে অন্তত ৩১ জন অভিবাসী মারা গেছেন। স্থানীয় সময় বুধবার  ফ্রান্সের উত্তর উপকূলে ঘটনাটি ঘটে। 

বুধবার ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, উত্তর ফ্রান্সের ক্যালাইস উপকূলে ইংলিশ চ্যানেলে একটি নৌকা ডুবে অন্তত ৩১ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। 

ক্যালাইসের একটি হাসপাতালের বাইরে বক্তৃতায় দারমানিন বলেন, নিহতদের মধ্যে পাঁচজন নারী ও একটি ছোট মেয়ে রয়েছে। তিনি বলেন, দুইজনকে উদ্ধার করাহয়েছে এবং একজন এখনো নিখোঁজ রয়েছে। 

 

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন উভয়েই এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

ম্যাক্রন বলেছেন, তার দেশ ইংলিশ চ্যানেলকে কবরস্থানে পরিণত হতে দেবে না।  

সূত্র : সিএনএন
Social Media

মন্তব্য করুন:

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিতএই বিভাগের আরও খবর

আরও সংবাদ