30 November, 2021 (Tuesday)
শিরোনাম

গাজীপুর সিটি করপোরেশনে ৩ সদস্যের প্যানেল মেয়র গঠন

প্রকাশিতঃ 25-11-2021নিউজ ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশন তিন সদস্যের প্যানেল মেয়র গঠন করে দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি আজ বিকেল ৪টায় মন্ত্রণালয়ের নিজ কক্ষে গাজীপুর ইস্যুতে কথা বলবেন।

বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ায় গাজীপুরের মেয়রজাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়। একইসঙ্গে দলে তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে। এতে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ শূন্য হয়। 

পরে গাজীপুর মহানগর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের স্থলে আতাউল্লাহ মন্ডলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয় দলটি। আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আর এবার তিন সদস্যের প্যানেল মেয়র গঠন করে দিয়েছে সরকার।
Social Media

মন্তব্য করুন:

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিতএই বিভাগের আরও খবর

আরও সংবাদ