05 December, 2021 (Sunday)
শিরোনাম

সেই জাহিদ শুধু ভালো শিল্পীই নয় সে একজন দূর্দান্ত সার্ফার।

প্রকাশিতঃ 14-11-2019নিজস্ব প্রতিবেদক : "মধু হই হই বিষ খাওয়াইলা" এর সেই ছোট্ট জাহিদের কথা কার কার মনে আছে? এই সেই বিখ্যাত জাহিদ! যে ছিলো কক্সবাজারের সী বিচে পর্যটকক দের গান শোনাতো। তারপরের ইতিহাস অনেকেরই জানা। এই জাহিদ শুধু ভালো শিল্পীই নয় সে একজন দূর্দান্ত সার্ফার। তার সার্ফিং দেখে সকলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। বর্তমানে জাহিদ কক্সবাজারের ফাইভ স্টারহোটেল সায়মন বীচ রিসোর্টে চাকরি করে। সায়মন হোটেল শুধু জাহিদকে চাকরিই দেয়নি দিচ্ছে লেখা পড়ার পুরো খরচও! প্রতি সন্ধ্যায় গানের আসরে সায়মনে জাহিদকে পাওয়া যাবে। এই হচ্ছে জীবন বদলে যাবার গল্প! যাদের প্রতিভা আছে আশা হারাবেন না। একদিন ঠিকই আপনাকে কেউ না কেউ খুঁজে নিবে।  যারা জাহিদের কথা ভুলে গিয়েছেন বা জানেন না তারা জাহিদ কে সায়মন হোটেলেই পাবেন। 
Social Media

মন্তব্য করুন:

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিতএই বিভাগের আরও খবর

আরও সংবাদ